৪+৪/৪+১
ছোট্ট খোকা নয়’রে বোকা
হাতে আছে তীর,
বন বাদড়ে ঘুরে বেড়ায়
সে যেনো এক বীর।
ইচ্ছে খুশি শিকার করবে
বহুদিনের শখ,
পাশ দিয়ে রেলগাড়ি বাজে
ঝকঝকা ঝক ঝক।
পদ্ম দীঘির জলের কাছে
ছুটে পাখি সব,
ছোট্ট খোকা দেখার জন্য
করে কলরব।
মনে তারই কত বায়না
ঘুরে ঘুরে কয়,
বলে তার ওই মনে মধ্যে
নেই তো কোন ভয়।
চাঁদের মতো মুখে হাসি
মিষ্টি মধুর গান,
পাখির সাথে গানটা গেয়ে
জুড়ায় মন আর প্রাণ।
রচনাকালঃ
১৫/০৮/২০২১
চাঁদের মতো মুখে হাসি
মিষ্টি মধুর গান,
পাখির সাথে গানটা গেয়ে
জুড়ায় মন আর প্রাণ।
চমকপ্রদ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল।।।
ভালো লাগল, সুন্দর
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল সদা।।