এমন আহত দু’চোখ দেখতো
অচেতন হয়ে যেতো এই জীবন সংসার
এমন রক্তক্ষরণ যদি বুঝতো
বালুচরে কান ফাটা স্রোতের শব্দ বয়ে যেতো
অথচ ভাবি না দূরের মাটির
ঘাস ফুল শুধু মনে বিদ্বেষ রোজ প্রকাশ করি
কোন কবিতার ভাষায় কিংবা
রাগান্বিত শিমুল পলাশের রক্ত ঝরা ভাষায়
কেমন করে দেখো বন জঙ্গল
প্রণয় দেখো কই! অন্ত গভীরে নীল বেদনা
এমন করে রাখলে বোবা আয়না।
আবৃত্তির লিংঃ https://youtu.be/G6lc2Gc568M
০৩ পৌষ ১৪২৮, ১৮ ডিসেম্বর ২১
আবৃতির লিংক যোগ করে দেয়ায় দুটো সুবিধাই পেলাম।
পড়া হলো প্লাস শোনা হলো। অভিনন্দন প্রিয় বাউল কবি মি. সরকার।
জি কবি মুরুব্বী দা কবিতা পাঠ করবো
প্রেরণা দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
চমৎকার সৃজনে মুগ্ধ হলাম, শুভকামনা রইলো প্রিয় কবি।
জি কবি মহী দা মুগ্ধতা লাগার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———