৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ
বাবা মাকে সুখে রাখতে
ছাড়ল খোকা বাড়ি,
আসার পথে প্রাণটা গেলে
খোকার দেহ ছাড়ি।
ইচ্ছে ছিলো বাবা মাকে
রাখবে খোকা সুখে,
তা হলো না বাবা মা আজ
ভাসছে শুধু দুখে।
নয়ন ভরা স্বপ্ন ছিলো
বাবা মাকে নিয়ে,
জীবন নষ্ট ধরার বুকে
আরো নষ্ট হিয়ে।
হলো না আর স্বপ্ন পূরণ
বলছে সকল লোকে,
বাবা মায়ে কাঁদছে তবে
শুধু খোকার শোকে।
সৃষ্টিকর্তার কেমন লীলা
কেমন যে তার খেলা,
সারাজীবন বাবা মায়ের
থাকবে দুখের ভেলা।
রচনাকালঃ
০২/০৮/২০২১
সুন্দর ছড়া পদ্য।
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল।।