দেবদারু বনে ঠান্ডা শিরশিরে হাওয়া
এলোমেলো চুল উড়ে যায় তোমার
মুখে চিন্তার রেখা বয়সের ছাপ
তবু কি সুন্দর তোমার হাসি
তুমি হাসলে তোমার চোখও হাসে
কত কিছু বলতে চেয়ে থেমে যাও
মাঠের লতাপাতা তোমার পা আঁকড়ে ধরে
একরাশ ভালোবাসা কবিতা হয়ে ঝরে পড়ে
আমার হাতটা ধরে নাও আমি বড় একা
তোমার কবিতা হয়ে খাতার পাতায় রয়ে যাই।
2 thoughts on “উদাসী তুমি”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আমার হাতটা ধরে নাও আমি বড় একা
তোমার কবিতা হয়ে খাতার পাতায় রয়ে যাই।
অতীব সুন্দর লিখেছেন