অভিশাপ চোখে দেখ না

চোখ-----------৮৭৮৭

আমাকে অভিশাপ দিচ্ছ কবিতা
নাকি অনুরাগ; তোমাকে স্পর্শ
করলে নাকি পাপ হয়, তুমি নাকি
ধ্বংসমহী অগ্ন্যাশয়, আমি তা দেখছি না
আমার মনে সন্দেহের বাতিঘর সংশয় নই।
আমাকে ভুল বুঝও না সমস্ত প্রণয়
তোমাকে নিয়ে যত সব ফুলেল বর্ণমালায়
রঙিন ছবি আঁকি- আগামীর ভাবনা রস ভাবি;
তোমার সাথে আমার কোন বৈরিতা নয়
স্বপ্ন দেখার প্রত্যাশা নিঝুম রাতের চাঁদ!
প্লীজ আমাকে অভিশাপ চোখে দেখ না-
আর্শিবাদ কর যেনো শত চূড়ায় উঠতে পারি
কবিতা তুমি যুগের পর যুগ থাকবে আর
যে কোন সময় নিরুদেশ হতে পারি আমি
শুধু অভিশাপ চোখে দেখ না ।
২৫ পৌষ ১৪২৮, ০৯ জানুয়ারি ২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “অভিশাপ চোখে দেখ না

  1. অসাধারণ কাব্য কথা, মনোমুগ্ধকর ভাবনার অতুলনীয় বিন্যাস

    1. জি কবি মহী দা

      সুন্দর মন্তব্যে ধন্যবাদ জানাই

      ভাল ও সুস্থ থাকবেন—–

    1. জি কবি ইসিয়াক দা
      ভাল লাগার জন্য অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——–

  2. কবিতা তুমি যুগের পর যুগ থাকবে আর
    যে কোন সময় নিরুদেশ হতে পারি আমি
    শুধু অভিশাপ চোখে দেখ না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. জি কবি মুরুব্বী দা

      সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাই

      ভাল ও সুস্থ থাকবেন——-

মন্তব্য প্রধান বন্ধ আছে।