প্রিয়ার বদনখানি

প্রিয়ার চন্দ্রের ন্যায় বদনখানি
এক নজর দেখার জন্য, সুদীর্ঘ প্রতীক্ষা।
একফোঁটা জল পানের জন্য চাতক পাখি
যেমন আষাঢ় শ্রাবণের প্রতীক্ষায় থাকে।
তেমনি আমি সারাদিন
শহিদ মিনারের বেদিতে বসে কাটাই, প্রহরের পর প্রহর।
শুধু এক পলক দেখার জন্য।
প্রিয়াকে ক্ষণকাল না দেখলে মনে হয়,
যেন লক্ষ কোটি বছর হলো দেখি না তাকে।
তখন এক পলক মনে হয় লক্ষ কোটি বছরের সমান।
শুধু প্রাণ ভরে দেখবো বলে
সাঁঝ প্রভাতে সন্ধ্যা রাতে শহিদ মিনারের বেদিতে
নানা ওজরে বসে থাকি
প্রিয়াকে একটু নয়ন ভরে দেখবে বলে।

প্রিয়ার দিকে তাকালে মনে হয়
তার চাহুনি থেকে মায়া ঝরে
ভালোবাসা ঝরে
বদনখানিতে দারুণ মধু মাখা হাসির রেখা।
কথা বলে ঠিক তোতা পাখির মতো,
শুনতে আমার কাছে শ্রুতি মধুর লাগে।
জানি না অন্যের কাছে এমন শ্রুতি মধুর লাগে কিনা।

রচনাকালঃ
১৬/০৯/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “প্রিয়ার বদনখানি

  1. প্রিয়ার দিকে তাকালে মনে হয়
    তার চাহুনি থেকে মায়া ঝরে
    ভালোবাসা ঝরে
    বদনখানিতে দারুণ মধু মাখা হাসির রেখা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. laugh​​​​​ সুন্দর মন্তব্য করেছেন। 

      শুভকামনা রইল।। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।