বেপথু বধূর মত পাইনের মাথা কাঁপে
শীতের ঝড়ো হাওয়া তাদের দোলায়
বাইরে এখন ঝলমলে সকালের রোদ
বরফ শুভ্র মাঠ ভরে আলতো ছোঁয়ায়
দূর আকাশে সন্ন্যাসীর শান্ত নীরবতা
কিছু কিছু শীতপাখি ক্বচিৎ উড়ে যায়
এক অদ্ভুত স্তব্ধ শহরে মানুষেরা ব্যস্ত
নিজেদের দৈনন্দিন আপন জীবিকায়
2 thoughts on “সকাল”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
এক অদ্ভুত স্তব্ধ শহরে মানুষেরা ব্যস্ত
নিজেদের দৈনন্দিন আপন জীবিকায় …
ধন্যবাদ বন্ধু ।