ছবির মতো ছায়ায় ঘেরা আমার ছোট গ্রাম
ধরার বুকে ছড়িয়ে গেছে তার যে কত নাম।
গাঁয়ের পথ বয়ে চলেছে ফুলজোড় এ নদী
নদীর তীরে ভালো লাগে যে পাখিরা গায় যদি।
পাখির গানে কলতানেই ভীষণ লাগে ভালো
নিত্য রাতে জোনাকি ছাড়ে হালকা কিছু আলো।
জেলেরা সব মাছ ধরতে ছুটে নদীর পানে
মুখরিত যে চারদিকটা নানা রকম গানে।
নদীর তীরে চাষিরা ভূমি নিত্য করে চাষ
যাযাবরেরা নদীর তীরে করে যে শুধু বাস।
নানা রঙের বেশে আসে যে ধবল বক কিছু
তাদের সাথে আরো যে আসে অন্য পাখি পিছু।
হেমন্ততে শিশির কণা পড়ে ঘাসের বুকে
গাঁয়ের গাছে পাখিরা সব থাকে যে মহা সুখে।
উদাস মনে রাখাল মাঠে লয়ে যায় রে গরু
আমার গাঁয়ে বন- বাদড়ে বেশি তমাল তরু।
আমার গ্রাম সোনার ছবি ধরার এই বুকে
সবাই থাকে মিলেমিশে তো থাকে ভীষণ সুখে।
চারিদিকেতে মনোরঁজক পরিবেশটা ভালো
রাতেরবেলা চাঁদবিহীন আকাশ থাকে কালো।
৫+৫+৫+২ মাত্রা বৃত্ত ছন্দ
রচনাকালঃ
১০/০৮/২০২১
বেশ অন্তমিল কবি দা
সুন্দর মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সদা কবি।
আমার গ্রাম সোনার ছবি ধরার এই বুকে
সবাই থাকে মিলেমিশে তো থাকে ভীষণ সুখে।
চমকপ্রদ মন্তব্য করেছেন।
শুভকামনা রইলসদা।
অসাধারণ লেখনী ।
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল।।