আর কত এখানে

cyclo

এক মাঠ সরিষা ফুল দেখে দেখে
মনের খুসি কেমনে উড়াই!
উচ্ছলায় সরিষা তেল-মন্দা রাখি ভার;
হলুদ পাখিরা সবে গান শুনায়!
চিৎকার করে বলে রাজা ফিঙে-
কাউন চাষের জমি গেলো কথাই
অথচ মন্দার চোখে তিলের খেলা;
ভালই খেলছে; জলের মেঘে যায় বেলা
এত তেল যাবে কথায়- মন্দার ভাবনা নাই
তবু হেসে বলে যমুনা – সবই দেখো
এই জলের পেটে- আকাশ বাবু কেঁদে
ভিজায় মাটির বুক- আর কত এখানে?

আবৃত্তির লিং- https://youtu.be/TRrK7i6jbSs

০৬ মাঘ ১৪২৮, ২০ জানুয়ারি ২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “আর কত এখানে

  1. তবু হেসে বলে যমুনা – সবই দেখো
    এই জলের পেটে- আকাশ বাবু কেঁদে
    ভিজায় মাটির বুক- আর কত এখানে? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জি মুরুব্বী দা কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই

      ভাল ও ‍সুস্থ থাকবেন——–

    1. জি মহী দা অশেষ ধন্যবাদ জানাই

      ভাল ও সুস্থ থাকবেন

মন্তব্য প্রধান বন্ধ আছে।