৪+৪/৪+১ স্বরবৃত্ত ছন্দ
ভাই আর বোনের ভালোবাসায়
থাকে না তো খাদ,
নিত্যক্ষণে হাসি মজা
ভিন্ন রকম স্বাদ।
দুখের দিনে ভাইবোনেরা
পাশে তবে রয়,
তখন মনের কোণে কভু
থাকে না তো ভয়।
মন সাহসে জীবন মুখে
একলা চলা যাই,
ভাইবোনের ওই ভালোবাসায়
জনম জনম চাই।
অদৃশ্য এই ভালোবাসা
ভোলা যায় না ভাই,
এমন মধুর বন্ধন বুঝি
দ্বিতীয়টা নাই
রচনাকালঃ
২৪/০৮/২০২১
অদৃশ্য এই ভালোবাসা
ভোলা যায় না ভাই,
এমন মধুর বন্ধন বুঝি
দ্বিতীয়টা নাই
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল।
সুন্দর প্রকাশ
ভালো লাগলো। শুভেচ্ছা
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল।।