শুক্রবারের পবিত্র বাতাস
আত্মসমর্পনের আহ্বান জানায়
ধূলিসম গরিমা, উচ্চাকাঙ্ক্ষার
পারদ তলানিতে এসে ঠেকে।
পাপের ময়লা সাবান দিয়ে ধুয়ে
সুগন্ধি আতরের কাপড়
পরিশুদ্ধ পথের দিকে টানে।
প্রতিটি শুক্রবার ডাকে;
ভুলের পথ ছেড়ে সত্য আঁকড়ানোর
আওয়াজ দেয়। এখনো দেরী হয়নি,
এখনো আশ্রয় নিলে প্রভুর স্মরণে
মুছে যাবে বিগতের পাপ।
প্রতিটি শুক্রবার বলে
চাইলেই পুনরায় শুরু করা যাবে।
প্রতিটি শুক্রবার বলে
চাইলেই পুনরায় শুরু করা যাবে।
অনন্য প্রকাশ
ভালো লাগলো।