কান নিলো চিলে

৬+৬+৬+২
৬+২
মাত্রা বৃত্ত ছন্দ

কান নিলো চিলে তাই ভাবে দিলে
খুঁজে শেষ সারা পাড়া,
খুঁজি দিন রাতে বহু লোক সাথে
কান হলো মোর হারা।

নানা স্থানে খুঁজি নাই আসে বুঝি
কেঁদে ভাসে মোর বুক,
হেনকালে ভাই মোর কান নাই
দেখাব ক্যামনে মুখ।

ছুটি চিলে পিছু নাই বলি কিছু
সাথে মোর বহু লোক,
নানা কথা বলে চোখ ছলছলে
হৃদয় জুড়িয়ে শোক।

কানের এ কথা মনে মোর ব্যথা
মিলবে ক্যামনে কান,
মুখে আধি ছাপ কিসে চিলে মাপ
গেলো গেলো ভাই মান।

কান কান বলি আমি শুধু চলি
সকাল দুপুর রাত
এ আমার শ্রম হলো পণ্ডশ্রম
হবে তবে বাজিমাত।

পরের যে কথা হবে যথাতথা
নাই কোনো দাম তবে,
নিজের ভরসা নিজের খসড়া
নিজেই বুঝিবে কবে।

রচনাকালঃ
২৭/০৭/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “কান নিলো চিলে

  1. ছুটি চিলে পিছু নাই বলি কিছু
    সাথে মোর বহু লোক,
    নানা কথা বলে চোখ ছলছলে
    হৃদয় জুড়িয়ে শোক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।