তাকে ভালোবাসার কোনও কারণ আছে কি?
না, নেই
তবুও তার জন্য এমন লাগে কেন
কেন এমন হয়?
কোনও কারণ নেই তাকে কাছে পাবার
কোনও অনুষঙ্গ নেই তাকে
আমার জীবনে জড়াবার
কোনও উৎস নেই
তাকে ভালোবাসবার
তবুও তার জন্য এমন কেন লাগে?
মহাজগতের মহাবিশ্বের
মহাগ্রহের মহাদেশের
এই মহাশহরেই সে থাকে।
থাকে নাকি সে?
তবুও কেন আমার থেকে
সুদূর বহুদূর অনেকদূরে মনে হয় তারে?
জানি কখনো দেখা হবে না
জানি কখনো কথা হবে না
জানি তাকে কখনো পাবো না
তবে কেন এই দিন রাত্রি মাস বছর
যুগ যুগ ধরে অপেক্ষা?
কিসের এই অপেক্ষা?
তাকে ভালোবাসবার কোনও কারণ নেই জেনেও
তাকে কাছে পাবার কোনও উৎস নেই জেনেও
না, কোনও কারণ নেই
তবুও কেন তার জন্য এমন লাগে?
সুখে অসুখে দুখে কান্নায় সুসময়ে অসময়ে
কেন তার মুখখানি ভেসে ওঠে?
কোনও কারণ নেই
তবুও কেন তার জন্য এমন লাগে?
সুখে অসুখে দুখে কান্নায় সুসময়ে অসময়ে
কেন তার মুখখানি ভেসে ওঠে?