সমতার প্রাচীর ভেঙে
সম্পর্কটা পৌঁছায়েছে চরম শত্রুতায়।
যখন সম্পর্ক নিবিড় ছিল
তখন তিনি, অতি চমৎকার, চমৎকার কথা বলতেন
জীবন চলার গুরুত্বপূর্ণ উপদেশ দিতেন।
উচ্চাঙ্গ সংগীত তার প্রিয় ছিল,
পাখির কুজন ধ্বনি
তিনি মন্ত্রমুগ্ধ হয়ে শুনতেন।
সবচেয়ে পরিশ্রমী পরিকল্পনাকারী ছিলেন
কি দারুন শৈল্পিক সৃষ্টি।
একটু মতপার্থক্য,
প্রিয় অপ্রিয়তে পরিণত হয়েছে
সম্পর্কটা পৌঁছায়েছে চরম শত্রুতায়।
সত্য আজ তলে, মিথ্যার বাহু বলে
নেই মূল্য সত্যের, মিথ্যার জালে বদ্ধ সত্য
মিথ্যার জাল সত্যকে, মিথ্যায় পরিণত করে
মিথ্যা তখন রূপ নেয় মহাসত্যের।
তাই নেই কোনো কিছুতে সমতার প্রাচীর
আজ মতপার্থক্যটা সম্পর্কে নিয়ে গেছে
সমতার প্রাচীর ভেঙে চরম শত্রুতায়।
রচনাকালঃ
০৩/০৮/২০২২
নেই কোনো কিছুতে সমতার প্রাচীর
আজ মতপার্থক্যটা সম্পর্কে নিয়ে গেছে
সমতার প্রাচীর ভেঙে চরম শত্রুতায়।
সুন্দর মন্তব্য করেছেন।
শুভকামনা রইল কবি।।
খুব চমৎকার লেখা অপার মুগ্ধতা
সুন্দর মন্তব্য করেছেন কবি।
শুভকামনা রইল।।।