আবেদন

CY

মাননীয় প্রধানমন্ত্রী! বেতনটা বাড়িয়ে দিন।

আমি একজন গার্মেন্টস কর্মী
কতই বেতন পাই!
পাঁচ ভাই বোনের সবার বড়, বাবা দিন মজুর
মাস শেষে বাড়িতে টাকা দিয়ে না খেয়ে কাটে দিন
মাননীয় প্রধানমন্ত্রী বেতনটা বাড়িয়ে দিন।

আমি একটি প্রাইভেট কোম্পানিতে স্বল্প মাইনের কর্মচারী
দুই সন্তানের স্কুল ফিস, হাজার দশেক ঘর ভাড়া, সাথে আছে বৃদ্ধ মায়ের ঔষধ খরচ, মাস শেষে অনেক টাকার ঋণ,
মাননীয় প্রধানমন্ত্রী! বেতনটা বাড়িয়ে দিন।

আমি দিনমজুর, নিত্য আয়ে নিত্য খাই
জল পানে সারাদিন রিক্সা চালাই আমি রিক্সাওয়ালা
বৌয়ের জন্য কাঁচের চুড়ি কেনার সাধ্য আমার নাই।

আন্তর্জাতিক বাজারে সবকিছুরই দাম চড়া
আপনার আর কি করা!
আমাদের বিষ দিয়ে দেন, আমরা বিষপানে মরে যাই।

বেঁচে থাকুক নেতা, এমপি- মন্ত্রী, আমলারা
তাদের আছে অঢেল টাকা-পয়সা, বিদেশও বাড়ি গাড়ি,
তারাই শুধু মানুষ, আমরাতো আপা কুলের বলদ স্বাদ-আহ্লাদের খুনী
এই দায়ে আমরা দোষী, আমাদের ফাঁসির মঞ্চে নিন,

মাননীয় প্রধানমন্ত্রী! আর কত সহ্য করবো!
কত বছর কত দিন?

এইবার সময় এসেছে
এমপি-মন্ত্রী, আমলা, নেতা-খ্যাতাদের চলার মত কিছু রেখে বাকি সব তাদের কেড়ে নিন।

ইকরামুল শামীম সম্পর্কে

ইকরামুল হক ( শামীম ) পেশা : সমাজকর্মী, লেখক ও আইনজীবী । জন্মস্থানঃ ফেনী বর্তমানঃ ঢাকা, বাংলাদেশ স্ট্যাডি ব্যাকগ্রাউন্ডঃ ১.মাস্টার্স ইন ভিক্টিমলজি & রেস্টোরেটিভ জাস্টিস, ঢাকা বিশ্ববিদ্যালয়। ২. মাস্টার্স ইন পলিটিক্যাল সাইন্স। ৩. ব্যাচেলর ডিগ্রী অব সোশ্যাল সাইন্স। ৪. ব্যাচেলর অব 'ল'। কর্মঃ ১. ফাউন্ডার, বাংলাদেশ রেস্টোরেটিভ জাস্টিস সোসাইটি. ২. জুনিয়র ল'ইয়ার, জেলা জজ কোর্ট। ৩. এক্স এ্যাস্ট. কো-অর্ডিনেটর, বিশ্ব সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সংস্থা, বাংলাদেশ। ৪. এক্স- ট্রেইনার(HIV & DOWRY), টালফ অর্গানাইজশন, বিডি। বর্তমানে তিনি " ক্ষতিগ্রস্থদের সহায়তা এবং অপরাধীদের সংশোধন" নিয়ে কাজ করছেন। রাজনীতিঃ দেশপ্রেম। প্রিয় লেখকঃ সুনীল গঙ্গোপাধ্যায়, নির্মলেন্দু গুন। সখঃ ভ্রমণ করা, কবিতা পড়া এবং দাবা খেলা।

2 thoughts on “আবেদন

  1. এইবার সময় এসেছে
    এমপি-মন্ত্রী, আমলা, নেতা-খ্যাতাদের চলার মত কিছু রেখে বাকি সব তাদের কেড়ে নিন।

  2. এইবার সময় এসেছে …এমপি-মন্ত্রী, আমলা,
    নেতা-খ্যাতাদের চলার মত কিছু রেখে বাকি সব তাদের কেড়ে নিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।