কবি- লেখক- ব্লগারদের সাক্ষাৎকার

আমরা যারা ব্লগে কিংবা নানা প্রকার অনলাইন ফোরামে লেখলেখি করি তাদের জন্যই এই সাক্ষাৎকার পর্বের আয়োজন।
মূলত ধরা হয়ে থাকে যে বর্তমান সময়ের লেখকদের চিন্তা-চেতনা বেশ এই সময়কে কেন্দ্র করেই এবং কখনো কখনো তা সময়ের বাইরে গিয়েও পাঠকদের ভাবাতে সাহায্য করে।

একজন লেখক বা কবির সাথে পাঠকদের সরাসরি মিথোষ্ক্রিয়ার তেমন কোন সুযোগ থাকে না। পাঠক তার প্রিয় লেখকের লেখা হয়ত পড়তে পায় কিন্তু তার চিন্তা জগতের বৃহৎ একটা অংশ প্রায় বলতে গেলে অপ্রকাশিতই থেকে যায় সাধারণ পাঠকের কাছে।
পাঠক যেন কিছুটা হলেও লেখকের সেইসব চিন্তা সম্পর্কে জানতে পারেন এবং লেখক যেন কিছুটা হলেও পাঠকের নৈকট্যে যেতে পারেন সেই প্রায়াস রেখেই এই অনলাইন সাক্ষাৎকার পর্ব।

প্রশ্ন-উত্তর পর্বে সাধারণ পাঠকদের বা সমালোচকদের পক্ষ থেকে প্রশ্নগুলো সাজিয়ে দিচ্ছি আমি জাহিদ অনিক।
(আমি নিজেও সাক্ষাৎকার পর্বে অংশ নিয়েছি।)

যাইহোক, আর কথা না বাড়াই, নিচে দেয়া গুগল ফর্মের লিংকে গিয়ে আপনি অংশ নিতে পারবেন সাক্ষাৎকারে। সেখানে কতগুলো প্রশ্ন লিখিত আকারে আছে আপনাকেও সেই প্রশ্নের উত্তর লিখিত আকারেই দিতে হবে।
এটা সত্যি যে সরাসরি সাক্ষাৎকার গ্রহণ ও প্রদানে যে আমেজ পাওয়া যায় তার সিকি ভাগও এই লিখিত প্রশ্নোত্তর দিয়ে পাওয়া যায় না। তবুও———- কিছু তো পাওয়া যায়।

আপনাদের আন্তরিক অংশগ্রহণ কামনা করছি। সবাইকে ধন্যবাদ।

সাক্ষাৎকার লিংক —
কবি- লেখক- ব্লগারদের সাক্ষাৎকার

দ্রষ্টব্যঃ এই লেখাটি আমি আমার ফেসবুক ওয়াল সহ আরও একটা ব্লগে প্রকাশ করেছিলাম। সেখান থেকে এখন পর্যন্ত মোট ১৮ জন লেখক-কবি ও ব্লগার অংশ নিয়েছেন এই ভার্চুয়াল সাক্ষাৎকারে।

14 thoughts on “কবি- লেখক- ব্লগারদের সাক্ষাৎকার

  1. ধন্যবাদ অনিক। এমন একটা আয়োজন এখানেও ছিল "শব্দনীড় হট সিট" ওখানে কমেন্টস বক্সে সরাসরি যে কেউ প্রশ্ন করতে পারত এবং যিনি সাক্ষাতকার দিচ্ছেন তিনি তার সময়মত উত্তর দিয়ে দিতেন। এমন কি করা যায়? 

    1. শব্দনীড় হট সিট সপ্তাহের শনিবার দিন ধার্য্য থাকতো। ব্লগের নিয়মিত কেউ অতিথি হিসেবে হট সিটে বসতেন। নিতান্ত এবং ব্যক্তিগত জিজ্ঞাসা ছাড়া অতিথির শিক্ষা, সংস্কৃতি, জন্ম, শৈশব, জীবন, কর্ম, ইচ্ছে অনিচ্ছা, অভ্যাস বিভিন্ন ধরণের প্রশ্ন করা যেতো। অতিথি সময় করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর করতেন।

      জাহিদ অনিক। এমন কিছু পরিকল্পনা করা যায় কিনা ভেবে দেখবেন।

      1. বাহ ! বেশ চমৎকার তো এইটা ! মুরুব্বী, আমি আপাতত কয়েকদিন বেশ ফ্রি আছি। সেজন্য ব্লগে অনেকটা সময় দিতে পারছি। কয়েকদিন পরে আবার আমার দৌড় শুরু হয়ে যাবে। জানি না ঠিকমত হট সিটে বসা যাবে কিনা। তবুও আমি চেষ্টা করে দেখব অবশ্যই। 

    2. "শব্দনীড় হট সিট" এই ব্যাপারটা আমার একদম জানা নেই। আপনি বলার পরে জানলাম। 

      অনেক ধন্যবাদ জনাব মোঃ খালিদ উমর। 

      ভালো থাকবেন, কৃতজ্ঞতা 

    1. অনেক অনেক ধন্যবাদ মুরুব্বী। আশা করি আপনার থেকে বেশ কিছু নান্দন্দিক কথাবার্তা শুনতে পারব সেখানে। 

      কৃতজ্ঞতা 

    1.  

      ধন্যবাদ ও শুভেচ্ছা দিদিভাই। 

      সময় ও ইচ্ছে হলে অংশ নিতে পারেন। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।