না-পুরুষোচিত

অকস্মাৎ নিজের কথা ভাবতে বসলে-
টের পাওয়া যায় বিশ্ব ছোট হয়ে গেছে,
একজন পুরুষের জীবন অতটা বিশাল নয়
যতটা চওড়া তার বুকের মাপ হয়ে থাকে।

পুরুষকে ভালোবাসা দিতে শিখে নাও
কেননা পুরুষ কুকুরের মত;
আধাবেলা ভালোবেসে দ্যাখো-
আজীবন তোমায় রেখে দিবে চোখের কোণে।

10 thoughts on “না-পুরুষোচিত

  1. :) কবিতায় উঠে আসা কথা গুলো ফেলে দেবার নয়। শুভ সকাল মি. জাহিদ অনিক।

  2. ভীষণ ভালো লাগার মতো একটি কবিতা। পছন্দ করলাম জাহিদ দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1.  

      অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা কবি দিভাই 
      পূজার শুভেচ্ছা 

  3. কবিতাটি আমাকে মুগ্ধ করেছে। ছোট অথচ কী অসাধারণ এর ব্যাপ্তি !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  4. "পুরুষ" শব্দটাকে যখন কুবিশেষণে মুড়িয়ে ফেলা হয় তখন মনে হয় কোথায় যেন একটা ভুল বুঝাবুঝি আছে। জ্ঞানের অভাবেই তো এই ভুল বুঝাবুঝি হয়। যে পুরুষ ধর্ষণ করে (হত্যা করে) সে তো স্বাভাবিক মানুষইনা; সাইকোপ্যাথ ।

    খুব ভালো লেগেছে কবিতাটা। 

      

  5. আধাবেলা ভালোবেসে দ্যাখো-
    আজীবন তোমায় রেখে দিবে চোখের কোণে।

     

    * অনেক সুন্দর… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।