#মিথোজীবিতা

তর্জনী উঁচিয়ে মুখের যেখানটা’য় ঠেসে ধরলে চুপ হয়ে যাওয়া বোঝায়-
ঠিক সেখানটায়; উপরের ওষ্ঠে তোমার প্রথম খাঁজ।
কিছুটা বাঁকা- কিছুটা রুক্ষ;
শীতে ফেটে যাওয়া ক্ষত যেন উপশম নেই – যত্ন আত্তি নেই অনেকদিন।
নিজ ওষ্ঠাধর কখনো ছুঁয়ে দিয়েছ আঙ্গুলের ডগায়?
ওটা যেন বর্ষার জল গড়িয়ে চলার অগভীর স্রোতস্বিনী।

যেমনটা তুমি চাইতে কামিজের দর্জির কাছে-
পিঠের দিকে কিছুটা উঠতি – পেটে ঘাটতি – কোমরে ঈষৎ বাড়তি
ঠিক সেরকম মানিয়ে যাওয়া আঁটসাঁট মাংসল অধর-ওষ্ঠ;
খুঁজে পাবে কেবল আমার ঠোঁটেই।
এসো প্রিয়া দমবন্ধ চুমু খাও-
আমাকে বশ করো –
তুমি জানো, আমার আচ্ছন্নতা কেবলই তোমার ঠোঁট।

এসো পুষ্পপত্র, টুপটাপ চুপ করিয়ে দাও আমাকে;
পোড়া অধরে ঠেসে ধরো তর্জনী।
এসো হংস-চঞ্চু, আমাকে খুঁড়ে খাও-
এসো অরণ্য, নিজেকে নিরাভরণ করো আমার অভ্যন্তরে,
তোমার গহীনে টেনে নাও আমাকে-
এসো সীমান্তিনী, অতটা দূরে নয় –
অবিচ্ছেদ্য অঙ্গ নয়;
স্ব-স্ব অস্তিত্বে বাঁচি মিথুন মিথোজীবিতায়।


জাহিদ অনিক
১৭/১০/২০১৮

8 thoughts on “#মিথোজীবিতা

  1. জাহিদ অনিক এর কবিতা একটি ব্র্যাণ্ড নেম বলা যেতে পারে।
    অসাধারণ এই কবিতায় মুগ্ধ হলাম মি. অনিক। :)

    1.  মুরুব্বী, আপনার উদার ও নিপাট মন্তব্যে উদ্বেলিত হলাম। 
      শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন 

  2. সত্য কবিতার স্বাদ আপনার কবিতায় জাহিদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. এসো অরণ্য, নিজেকে নিরাভরণ করো আমার অভ্যন্তর — কী চমৎকার একটি কথা। আপনার লেখা হচ্ছে আইকন কবি জাহিদ দা। প্রণাম। :)

    1. দিদি ভাই, পূজার ব্যস্তাতার মধ্যেও ব্লগে এসেছেন দেখে ভালো লাগলো। 
      আপনার মন্তব্যে প্রীত হ'লাম। 
      শুভেচ্ছা ও শুভ সন্ধ্যা। ভালো থাকুন 

  4. অসাধারণ বললে কম বলা হবে। ভীষণ পরিপক্ক একটা কবিতা। এতে আধুনিক কবিতার সব মশলা পরিমাণ মতো মেশানো আছে।

    কবিতাটার বিনির্মাণ এবং এর ভাবের গভীরতায় ভীষণ মুগ্ধ হয়েছি!

মন্তব্য প্রধান বন্ধ আছে।