কে বলে তুমি চাঁদ?
তুমি এক নক্ষত্র
তুমি এক অশুভ অশ্লেষা;
তোমাকে কেন্দ্র করে আবর্তন আমার।
তুমি ঘূর্ণি- তুমি বহ্নি
তুমি আত্মবিমুখী *বলে;
কেন্দ্রমুখী **বলে
আমার পতন তোমার কোলে।
ফুটনোট-
* বলে= কারণে, জন্যে
** বলে= Force, Velocity
কে বলে তুমি চাঁদ?
তুমি এক নক্ষত্র
তুমি এক অশুভ অশ্লেষা;
তোমাকে কেন্দ্র করে আবর্তন আমার।
তুমি ঘূর্ণি- তুমি বহ্নি
তুমি আত্মবিমুখী *বলে;
কেন্দ্রমুখী **বলে
আমার পতন তোমার কোলে।
ফুটনোট-
* বলে= কারণে, জন্যে
** বলে= Force, Velocity
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অসাধারণ লিখেছেন।
ধন্যবাদ নূর ইমাম শেখ বাবু
শুভ সকাল
জিনিয়াস জাহিদ অনিক দা।
হা হা
ধন্যবাদ দি'ভাই
সুপ্রভাত
সুন্দর সংক্ষিপ্তে ফুটনোট জুড়ে দিয়ে ভালো করেছেন অনিক ভাই।
ধন্যবাদ ভাই সৌমিত্র চক্রবর্তী
শুভ সকাল
কোন এক কালে লিখেছিলাম …
শীতের সনেটে ঝরে আষাঢ়ের বৃষ্টি
পথ করে দিলো প্রলয়ের পথ সৃষ্টি
ধুয়ে ভেসে যায় অম্ল- মধুর কৃষ্টি।
ক্ষারের প্রভাবে মুমূর্ষু ঘিলু- মজ্জা
মুখোশ এখানে অভিনন্দিত সজ্জা
এভিনিউ জুড়ে হাঁটে অশ্লীল লজ্জা।
___ বিস্মৃতির অতল থেকে আজ শেয়ার করলাম।
বাহ ! দারুণ তো বেশ ছান্দাসিক কবি
উপরের বেড়ালকে দেখে তো নিজেকে ইঁদুর মনে হচ্ছে- খপ করে ধরে ফেলবেন !
শুভ সকাল মুরুব্বী
শুভ সকাল মি. জাহিদ অনিক।
শুভ রাত্রি মুরুব্বী