বিনিদ্র বিচরণ

রাত অনেক হয়েছে ঘুমাও তুমি
নারীর বুকে রাত্রিত্ব; কী বুঝবে তুমি?
তুমি পুরুষ; হয়ত পরিণত
তবুও তুমি রাত্রি’র মত নও;
অন্ধকারে তোমার জেগে থাকা স্বভাববিরুদ্ধ স্বেচ্ছাচারিতা।

আমি জানি পুরুষ, তোমার বুকে রাত্রির মাদকতা থাকে
লোমশ বুকের উদ্যম মাতাল গন্ধ
উন্মাদিনীর মত টানে আমাকে।
আমিও চাই, জাগিয়ে রাখো আমাকে – পরাস্ত হও।
তবুও, আজ ঘুমাও তুমি প্রিয়তম,
যদিওবা জেগে রইলে সারাটি রাত, বুঝবে তুমি তারাটির কথা?

প্রিয়তম আমার,
ঘুমাও তুমি, নিষ্পাপ শিশুর মত মাথা রাখো আমার বুকে
এসো শুনে যাও কান পেতে,
বিদায়ের ভায়োলিন এখনো সুতীব্র হয়নি
নোনা জল এখনো জমেনি বুকে।
একাকীত্বের দুঃসহ যন্ত্রণা,
জেগে থাকার একটি পূর্ণাঙ্গ রাত তোমাকে দেয়া হবে
আজ এসো, ঘুমাও প্রিয়তম;
তোমার বুকে আমার হোক বিনিদ্র বিচরণ।

—————–
জাহিদ অনিক
১/১২/২০১৮

ছবিঃ https://www.pinterest.pt/pin/34621490866745486/

14 thoughts on “বিনিদ্র বিচরণ

  1. সব কবিতায় মুগ্ধ হই এই কথাটি বারবার না বলে একবারেই বলে রাখি অসাধারণ আপনার কবিতা প্রিয় কবি মি. জাহিদ অনিক। অবিরাম শুভকামনা আপনার জন্য। :)

    1. মুরুব্বী, আপনি একটা অনুপ্রেরণার নাম। 
      ভালো থাকবেন সতত। 
      শুভেচ্ছা ও কৃতজ্ঞতা 

  2. একটি অসাধারণ কবিতার মাদকতায় মন ভরে গেলো । কবিতা হোক এমনি অন্তর গলা।  যেখানে পাঠক কেবলই ছন্দের নিয়ন্ত্রণে। 

  3. অসামান্য আপনার রুচিবোধ। আজও মুগ্ধ হলাম জাহিদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1.  

      ধন্যবাদ সৌমিত্র দা। 

      আমারও সৌভাগ্য আপনাদের সবার সাথে লিখতে পারি। 

    1.  

      ধন্যবাদ কবি রিয়া দি'ভাই। 

      আপনার মন্তব্যে মন ভালো হয়ে গেল। 
      ভালো থাকুন সতত। 

  4. অসাধারণ!  অব্যক্ত বেদনার নীল রঙ এর আলো- আধাঁরির মাঝে হারিয়ে গিয়েছলাম মনে হয়।  শুভ কামনা প্রিয় কবি https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif              

    1.  

      কবি ইলহাম ! 

      অনেক দিন পরে আপনাকে শব্দনীড়ে দেখেই ভালো লাগছে। মন্তব্য পাওয়া নিশ্চয়ই বোনাস মার্ক্স পাওয়ার মত ! 

      অনেক অনেক ভালো থাকুন, সতত শুভেচ্ছা। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।