ভালবাসা চিরন্তন, সেই সঙ্গে দুখ
নশ্বর তুমি, নও অব্যয় দিল
তুমি সদা অস্থিতিশীল
উড্ডয়নরত নয়তো পতনোন্মুখ।
তুমি আশ্বস্ত হও, বিপর্যস্ত হও
সদয় হও, বিমুখ হও
কাছে টেনে নাও নিজ হাতে
আবার দূর করে দাও পদাঘাতে
তুমি হৃদয় দিলে দেহ দাও না,
দেহ দিলে তার আবরণ ভেদ করে
পৌঁছতে পারি না বুকের ভেতরে
তোমার কাছে অজস্র চুমু পাওনা—
আকাশ দেখো, আমাকে দেখো না
সর্বদা সঙ্গে থাকি অনুল্লিখিত
মাটি দেখো, নম্রতা শেখো না
ব্যাথা পায় না, ব্যাকুল হৃদি তো।
নিরাপদে ভালো থাকুন এবং ভালো রাখুন সবাইকে … সার্বক্ষণিক শুভেচ্ছায় স্বাগতম।
সুন্দর
মননশীল লেখা।
ভালোবাসা কবি সজীব জমশের আলি ভাই।