সজীব জমশের আলি এর সকল পোস্ট

সজীব জমশের আলি সম্পর্কে

সাভারে থাকি। পড়ালেখা করি।

ভালোবাসা ভাবনা

ভালবাসা চিরন্তন, সেই সঙ্গে দুখ
নশ্বর তুমি, নও অব্যয় দিল
তুমি সদা অস্থিতিশীল
উড্ডয়নরত নয়তো পতনোন্মুখ।

তুমি আশ্বস্ত হও, বিপর্যস্ত হও
সদয় হও, বিমুখ হও
কাছে টেনে নাও নিজ হাতে
আবার দূর করে দাও পদাঘাতে

তুমি হৃদয় দিলে দেহ দাও না,
দেহ দিলে তার আবরণ ভেদ করে
পৌঁছতে পারি না বুকের ভেতরে
তোমার কাছে অজস্র চুমু পাওনা—

আকাশ দেখো, আমাকে দেখো না
সর্বদা সঙ্গে থাকি অনুল্লিখিত
মাটি দেখো, নম্রতা শেখো না
ব্যাথা পায় না, ব্যাকুল হৃদি তো।

বৃষ্টি

বৃষ্টি এতো অন্ধকার করে মেঘ করল কেনোরে হঠাৎ
পৃথিবীর কোথাও কোন ভালোবাসা দুঃখ পেয়েছে কি?
প্রত্যাখ্যাত হয়েছে কোন প্রেম-পত্র
অপূর্ণ থেকে গেছে কি কোন আগ্রহ-ভরা চুমু
নতুবা প্রকৃতির এমন ছেলে-মানুষি দস্যিপনা কেন?
না, না, সম্ভবত আজ কেউ ভালোই বাসেনি এ গ্রহে
রোমান্টিক মুহূর্তে নিরপেক্ষ আঁধারে, প্রার্থনার স্বরে
কেউ বৃষ্টি চায়নি বলে আকাশের এত মন খারাপ।