লেজকাটা

ভালোবাসি ভালোবাসি বলে কতো ফিরেছি
কেউ শোনেনি জলের কেলাস
দেবদারু গাছটা এখনও সেখানেই ঠায় দাঁড়িয়ে আছে
বাদ বাকি সব বৈশ্বিক ভোগাস!

এখনও আমি ভালোবাসি
ভালোবাসি কাঁটা,
তিনকোনা পুকুর পাড়ে এখনও ঘোরাঘুরি করে
শিয়ালটা লেজকাটা!!

13 thoughts on “লেজকাটা

  1. কবিতার জন্য শুভেচ্ছা প্রিয় কবি জসীম উদ্দীন মুহম্মদ।
    আশা করবো ভালো আছেন। :)

  2. এখনও আমি ভালোবাসি
    ভালোবাসি কাঁটা,
    তিনকোনা পুকুর পাড়ে এখনও ঘোরাঘুরি করে
    শিয়ালটা লেজকাটা!! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. এখনও আমি ভালোবাসি
    ভালোবাসি কাঁটা,
    তিনকোনা পুকুর পাড়ে এখনও ঘোরাঘুরি করে
    শিয়ালটা লেজকাটা!!
    জ্বী ভালোবাসাই তো ধ্রুব – শুভকামনা জানবেন ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।