ভালোবাসি ভালোবাসি বলে কতো ফিরেছি
কেউ শোনেনি জলের কেলাস
দেবদারু গাছটা এখনও সেখানেই ঠায় দাঁড়িয়ে আছে
বাদ বাকি সব বৈশ্বিক ভোগাস!
এখনও আমি ভালোবাসি
ভালোবাসি কাঁটা,
তিনকোনা পুকুর পাড়ে এখনও ঘোরাঘুরি করে
শিয়ালটা লেজকাটা!!
ভালোবাসি ভালোবাসি বলে কতো ফিরেছি
কেউ শোনেনি জলের কেলাস
দেবদারু গাছটা এখনও সেখানেই ঠায় দাঁড়িয়ে আছে
বাদ বাকি সব বৈশ্বিক ভোগাস!
এখনও আমি ভালোবাসি
ভালোবাসি কাঁটা,
তিনকোনা পুকুর পাড়ে এখনও ঘোরাঘুরি করে
শিয়ালটা লেজকাটা!!
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কবিতার জন্য শুভেচ্ছা প্রিয় কবি জসীম উদ্দীন মুহম্মদ।
আশা করবো ভালো আছেন।
কৃতজ্ঞতা জানবেন জামান ভাইয়া।
স্বাগতম প্রিয় কবি।
ইন্টারেস্টিং!!

শুভ সন্ধ্যা কবি।
কৃতজ্ঞতা জানবেন কবি।
এখনও আমি ভালোবাসি
ভালোবাসি কাঁটা,
তিনকোনা পুকুর পাড়ে এখনও ঘোরাঘুরি করে
শিয়ালটা লেজকাটা!!
কৃতজ্ঞতা জানবেন মামুন ভাই।
এখনও আমি ভালোবাসি
ভালোবাসি কাঁটা,
তিনকোনা পুকুর পাড়ে এখনও ঘোরাঘুরি করে
শিয়ালটা লেজকাটা!!
জ্বী ভালোবাসাই তো ধ্রুব – শুভকামনা জানবেন ।
কৃতজ্ঞতা জানবেন কবি।।
কবি বন্ধু, ভালো লাগা রেখে গেলাম…
কৃতজ্ঞতা জানবেন কবিবন্ধু।।
অনেক ভাল লাগল দাদা
কৃতজ্ঞতা জানবেন কবি।।