মাঝে মাঝে কথা হউক

আমি যা বলতে চেয়েছি তা কোনোদিন বলতে পারিনি
বলতে পারিনি তোমার এক চোখে আকাশ
বলতে পারিনি তোমার আরেক চোখে সমুদ্র
যে আকাশের কোনো সীমানা প্রাচীর নেই সেই আকাশ
যে সমুদ্রের কোনো গভীরতা পরিমাপ করা যায় না
সেই সমুদ্র——————————-!!

আমি হররোজ মনে মনে আকাশ দেখি
আমি হররোজ মনে মনে সমুদ্র দেখি—আমার এতোটুকুন
বুকের ভেতর কতোটুকুন আকাশ ধরে, সমুদ্র ধরে!
তবুও সেই আকাশ, সেই সমুদ্র আমি সযত্নে ভাঁজ
করে লুকিয়ে রেখেছি, কেউ জানে না!
যখন অনাবৃষ্টি শুরু হয় নিঃশব্দ আঁধার,যখন আমি নিজেই
আমার নিজের অনাচার; তখনও আমি আকাশ দেখি;
তখনও আমি আমার সেই সমুদ্র দেখি, আসমুদ্রহিমাচল
দেখি——–!!

না হয় চিঠি লিখি ব্যস্ত সড়ক
না হয় তুমি কোনোদিন খুলে দেখো না মোড়ক
তবুও আমার টুকিটাকি জীবন বসে থাকে না
আমার রাক্ষুসে ক্ষুধা মিটিয়ে দেয় উইলোর ঝোপ
কবুতরের মায়াবী খোপ; তবুও বলতে পারি না নিলাদ্র,
তোমার চোখ আমার আকাশ, আমার সমুদ্র —– !!

বলতে পারি না চোখে রেখে চোখ
মাঝে মাঝে কথা হউক ——–হউক———!!

10 thoughts on “মাঝে মাঝে কথা হউক

  1. কবিতার জয়ে জয়ী হলেন প্রিয় কবি জসীম উদ্দীন মুহম্মদ।
    নতুন প্রকাশনাকে স্বাগত জানাই। অভিনন্দন স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. না হয় চিঠি লিখি ব্যস্ত সড়ক
    না হয় তুমি কোনোদিন খুলে দেখো না মোড়ক
    তবুও আমার টুকিটাকি জীবন বসে থাকে না
    আমার রাক্ষুসে ক্ষুধা মিটিয়ে দেয় উইলোর ঝোপ
    কবুতরের মায়াবী খোপ; তবুও বলতে পারি না নিলাদ্র,
    তোমার চোখ আমার আকাশ, আমার সমুদ্র- মুগ্ধ!!

মন্তব্য প্রধান বন্ধ আছে।