এসো রং করি … বোদ্ধা কবি

এসো রং করি
বোদ্ধা কবি

এসো রং করি
মন।
ছোটগল্পটা লিখি নতুন করে
নতুন ব্লেড দিয়ে ছেঁটে ফেলি পুরাতন।
এসো রং করি
মন।

পুরাতন বোতলের ছিপি খুলে দিই
কবর হউক গন্ধ আঁকড়ে পড়ে থাকা দিন
এসো শৈশব ছুঁয়ে করি পণ
এসো রং করি
মন।

এসো রং করি
মন।
নিহত হউক অন্যায় আবরণ
আর কতো আহত শামুকের মতো
খোলস বন্দি জীবন?

এসো রং করি
মন……।।

2 thoughts on “এসো রং করি … বোদ্ধা কবি

  1. ভীষণ জীবন ঘেঁষা লিখা। অভিনন্দন প্রিয় কবি। শুভেচ্ছা সহ সালামও বটে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।