ছায়ার ছায়া

ছায়া

তোমাকে —– —————- —
ভুলে থাকবো বলেই সমস্ত আকাশ একদিন
খড়কুটোর মতো মাথায় তুলে নিয়েছিলাম
কতোটা থাকতে পেরেছি বলো?
এখন সকালের আগেই আমার সন্ধ্যা হয়,
সন্ধ্যার আগেই রাত্রিও আসে, কানাঘুষা করে
অন্ধকার —–
আমি মাটির পুতুলের মতো পুতুল নির্বিকার!

মাঝেমাঝে আমার হ্যালুসিনেশন হয়
নীলাদ্রির ছায়ায় শিখা দাঁড়িয়ে থাকে
আবার শিখার ছায়ায় নীলাদ্রি মূর্তিমান হয়
ওরা এখন মাত্র দুজন মানুষ
একজন কবিতার পোষাকে অগ্নিশিখা
আর একজন গল্পের অন্তরাগে বেদনার নীল
ওরা এখন একজনের ছায়ায় আরেকজন বড়ো হয়
আমি জানি না শীতলপাটি, আমি কার
অথবা আমি জানি হেলেঞ্চা, কে আমার?

এখনো আমি দু’আনার জিন্দেগির কথা ভাবি
আমার ছায়া মানুষের ছায়া হয়ে উঠে না!!

2 thoughts on “ছায়ার ছায়া

  1. ছায়ার ছায়া …

    অসাধারণ শিরোনাম এবং বিষয়বস্তু আমার কাছে চমৎকার লেগেছে প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।