মৌনতা
এ বেলা আমার নয়
তবুও দিন শেষে রাতের উৎসব শুরু হয়!
মৌনতা দিয়েও যৌনতা কেনা যায়
পাথরে পাথর।
যেজন আসল প্রেমিক নয় সেজন খোঁজে
কেবল গতরে গতর!
মৌনতা
এ বেলা আমার নয়
তবুও দিন শেষে রাতের উৎসব শুরু হয়!
মৌনতা দিয়েও যৌনতা কেনা যায়
পাথরে পাথর।
যেজন আসল প্রেমিক নয় সেজন খোঁজে
কেবল গতরে গতর!
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শুভেচ্ছা রাখি প্রিয় কবি।
অফুরান কৃতজ্ঞতা ভাইয়া।।
অণুকাব্য খাসা হয়েছে
অফুরান ধন্যবাদ ।।