আশা
এখন রেলস্টেশনে বসে আছি
আকাশের তারার মতো এখানেও কিছু সোডিয়াম লাইট মিটমিট করছে
মিটমিট করছে ট্রেনের যাত্রীদের যাওয়া-আসা
তবুও তাদের ফুরায় না ভালোবাসা!
গন্তব্যে পৌছার এই যে নেশা
বিকল ইঞ্জিনও পরাজিত করতে পারে না তাদের দিশা
বারবার মরে যায়, তবুও বেঁচে যায় আশা!!
তবুও যে কোনোদিন পুরাতন হয় না
তারই প্রকৃত নাম বুঝি বা ভালোবাসা!!
সঠিক বলেছেন প্রিয় কবি।
অভিনন্দন এবং শুভসকাল। 
অফুরান কৃতজ্ঞতা ভাইয়া।।