আজ আর বেদনা লুকোবো না
সবাইকে বলেছি আজ আর কোনো বেদনা লুকোবো না
রাত্রি আর আমি ডানপিটে শীতের পেটে যমজ চামচিকা হবো
পুনর্বার পুনর্বাসনে পাঠিয়ে দেবো আধুলি দিনের শেষভাগ
আবার সবকিছু নতুন করে শুরু করবো চৈত্র অথবা বৈশাখ!
অতঃপর পৌষ পার্বণের নামে বেদনা গিলে খাওয়ার উৎসব নামে
ঘিয়ে ভাজা শন পাঁপড়ির বদলে ডালডার মচ্ছব হবে
বাউলের একতারার পরিবর্তে ব্যান্ডের নাকাড়া হবে
আমার আর রাত্রির, রাত্রির আর আমার…
প্রেমের নামে শিথান -পৈথানের ময়দান জুড়ে সমুদ্রঝড় হবে!
পেছনে পড়ে থাকবে বাপ-দাদা-পরদাদার উত্তরাধিকার
যে অবোধ শিশুটি আজ অথবা কাল জন্ম নেবে
কেউ কি ভেবেছো কোনো এক কিঞ্চিৎ প্রহর …..
কে তাকে বুঝিয়ে দেবে এই অদ্ভুত জন্মের অধিকার……?
"আজ আর বেদনা লুকোবো না
যে অবোধ শিশুটি আজ অথবা কাল জন্ম নেবে
কেউ কি ভেবেছো কোনো এক কিঞ্চিৎ প্রহর …..
কে তাকে বুঝিয়ে দেবে এই অদ্ভুত জন্মের অধিকার……?" ___ অসাধারণ কবি।
আন্তরিক কৃতজ্ঞতা ভাইয়া।
অনেক ভাল লেখা। শব্দনীড় ব্লগে আমি আসি কিছু ভাল লেখা পড়তে। পেয়েও যাই। যেমন আপনারটা পেলাম কবি দা। শুভেচ্ছা নিন।
আপ্লুত হলাম। কৃতজ্ঞতা জানবেন।