মধ্যরাত্রির কিছু ছেঁড়া অংশ

মধ্যরাত্রির কিছু ছেঁড়া অংশ

রাতের কিছু ছেঁড়া অংশ জোড়াতালি দিয়ে একটি
আহত কবিতার বীজ বুনতে চেয়েছিলাম
কিছুক্ষণ আগে তিনি বললেন, অল ডিলিটেড!

এখন হাত-পা ভেংঙে আমি আচানক দাঁড়িয়ে আছি
আমার চারপাশে মাথাব্যথা
খুচরা যন্ত্রাংশের মতো দু’একটি ভালোবাসার কথা!

আমি কিছু বলিনি অর্ধেক ছল
একবার কসমসের কথা বলেছিলাম
দুর্বাসা মুনির কোপানল!

এতো টিনি সাগরজল তবুও এতোটুকু কাঁপেনি
আমার তখন বেহাত দশা
দু’হাতের অঞ্জলি ভরা মারণনেশা!

8 thoughts on “মধ্যরাত্রির কিছু ছেঁড়া অংশ

  1. ভীষণ ভালো লাগে এমন খণ্ড খণ্ড শব্দের সম্মিলন। অভিনন্দন প্রিয় কবি।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. কৃতজ্ঞতা ভাইয়া।

  2. এতো টিনি সাগরজল তবুও এতোটুকু কাঁপেনি
    আমার তখন বেহাত দশা
    দু’হাতের অঞ্জলি ভরা মারণনেশা!———–সুন্দর—–

মন্তব্য প্রধান বন্ধ আছে।