উড়ু ছাই

উড়ু ছাই

আজকাল উড়ু ছাইয়ের মতো কথারাও উড়ে
এসব দেখে কবি উড়ুক্কু পাখির নাম ভুলে যায়
যে ছবিতে ছিলো মোনালিসার মতো ভাষা
কবি ভাবে, আমি এখন সে ছবি কোথায় পাই?

যেদিন গুলো পঁচাবাসি হয়েছে হালের বলদের
মতো,
এমনি করে শব্দেরাও কবিতায় পঁচে শতে শতো
তবুও কবির চোখে ফাগুনের যেনো কমতি নেই,
কবি ভাবে….. সত্যে আর সুন্দরে যে ফিরবে…
গণমানুষের প্রাণের কবি হবে বুঝিবা সেই….!!

উড়ু ছাই, কবি তাই………
ভাসামেঘের যাওয়া-আসার মতো বারবার ভুলে যায়!

4 thoughts on “উড়ু ছাই

  1. কবিতায় অভিনন্দন প্রিয় কবি। শুভ সকাল এবং পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আন্তরিক কৃতজ্ঞতা ভাইয়া। 

  2. আপনার কবিতার ভক্ত হয়ে রইলাম দাদা। :) আর হ্যাঁ আমার লেখায় আপনাকে কিন্তু কম পাই। আসবেন সময় করে।

    1. ব্যক্তিগত কারণে আমি কোথাও সময় দিতে পারছি না দিদি। আশাকরি শীঘ্র ই ফিরতে পারব। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।