দলকানা
মাঝেমাঝে ছায়ানটে পথ হাঁটি একা
ক্লান্তির পথ আর ফুরোয় না!
তবুও বারংবার শপথের ডানা ভাঙি
অলীক আভিজাত্যে ভিজাই মন, মনন
পীড়িতের রাত সহজে কাটে না!
তবুও দেউরির ফাঁকতালে ছায়াপথ দেখি
পেছনে পড়ে থাকে এ জীবনের অশিষ্ট দেনা
যে বলেছিল ভালোবাসা দিয়ে ভালোবাসা
যায় কেনা,
আমি বলি তারচেয়ে বড় আর কেউ নেই
তালকানা……দলকানা!!
অনেক অনেক ভালো থাকুন এই শুভেচ্ছা প্রিয় কবি।
তবুও বারংবার শপথের ডানা ভাঙি
অলীক আভিজাত্যে ভিজাই মন, মনন
পীড়িতের রাত সহজে কাটে না!
* প্রিয় কবি বন্ধু, শুভ কামনা সবসময়…
দারুণ লিখেছেন কবি। আপনার জন্য শুভকামনা সবসময় ।
সুন্দর।