জোছনা বমি

জোছনা বমি

একটা অশরীরী ভালোবাসার কথা না বললেই নয়
আজ আমার ২য় বারের জোছনা বমি হবে
অথবা
হয়েছে!
রোড় টু ময়মনসিংহের ইঞ্চি ইঞ্চিতে ভূমিতে…….
সে জোছনার দাগ লেগে আছে!

অনেকেই অভিযোগ করে থাকেন
আমি কেবল জীবন ঘনিষ্ঠ কবিতা লিখি, ভালোবাসার
কবিতা লিখি না
জীবনের সামিয়ানা গলে বেরিয়ে আসা আকস্মিক
জোছনা বমির কথা বলি না!

আসলে আমি এখনও ভালোবাসার সংজ্ঞাটি বুঝি না!

একদিন একজন ভালোবাসার মানুষকে বলেছিলাম,
আমি তোমার ঝিলিক ঝিলিক শহরের চেয়ে
আমার লেংটা গ্রামকেই বেশি ভালোবাসি, ভালোবাসি
আমার ভালোবাসা সেদিন আমাকে গেঁয়ো বলে উপহাস
করেছিলো
সেদিনই আমার প্রথম জোছনা বমি হয়েছিলো!

6 thoughts on “জোছনা বমি

  1. শিরোনাম লিখাটিকে কতটা মূল্যবান করতে পারে পাঠক প্রতিক্রিয়ায় বোঝা যাবে। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।