নীরব মুখের ভাষা

নীরব মুখের ভাষা

আমি চাই কিছু কিছু বর্ণমালা শব্দ হয়ে উঠুক
আমি চাই কিছু কিছু শব্দ সার্থক বাক্য হোক
আমি চাই কিছু কিছু নৈঃশব্দ্য ভাষা হয়ে ফুটুক!

তবুও আমি বিশ্বাস করি,
নীরবতার চেয়ে শ্রেষ্ঠ ভাষা আর পৃথিবীতে নেই
যেমনি প্রকৃতির চেয়ে শক্তিশালী আর কেউ নেই
তেমনি নীরব মুখের ভাষা ঠিক ঠিক সেই…সেই!!

পাহাড় নীরব থাকে, তাই বলে সে কতোটা দূর্বল?
যে কুকুর সদা ঘেউ ঘেউ করে, সে কি মানুষের
চেয়ে সবল?
বোড়া সাপের কামড়কে যেমন কেউ…
ছোবল বলে না…ছোবল
নীরবতার ভাষাও তেমনি নয়, ততোটা দূর্বল….!!

3 thoughts on “নীরব মুখের ভাষা

  1. কবি'র আশাবাদের সাথে নিজেকে মিলিয়ে নিচ্ছি। আপনার জন্য শুভেচ্ছা রাখলাম। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।