সেঁজুতির জন্য মন কাঁদেনা

সেঁজুতির জন্য মন কাঁদেনা

আজকাল কোনোকিছুতেই ..…জল পড়ে না
বিশ্বস্তরাত যেদিন প্রথম আজানুলম্বিত হয়েছিলো
এমন ভাব করেছিলো যে, সে আর কোনোদিন বুঝি শেষ হবেনা
সেদিন জল একটু টলমল হয়েছিলো বটে
তবে আমার প্রিয় গড়াই নদীর মতো উতলা হয়নি!

এই স্বার্থপর শহরের কাছে আমার কোনো ঋণ নেই
আমি বরং ভুলে গেছি আমার সেঁজুতির ভালোবাসা
শিখে গেছি খাঁচার পাখির মতো ভালো থাকা…..
এখানে শিশির ভেজা রোদ আর খদ্দরে ঘষাঘষি নেই
জন্মের পূর্বে যেমন ছিলাম, এখনও আমি আছি সেই!

তবুও মুছতে চায়না করপুটে লেগে থাকে আগামি
জন্মের দাগ
সেঁজুতি এখনও বুঝতে চায়না প্রবাদ
বুঝতে চায়না হিমশৈলের সাথে পাহাড়ের কেনো
এতোদিনের বিবাদ…!!

4 thoughts on “সেঁজুতির জন্য মন কাঁদেনা

  1. এই স্বার্থপর শহরের কাছে আমার কোনো ঋণ নেই
    আমি বরং ভুলে গেছি আমার সেঁজুতির ভালোবাসা
    শিখে গেছি খাঁচার পাখির মতো ভালো থাকা….. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।