হারাধনের একটি চারাগাছ

হারাধনের একটি চারাগাছ

আখাম্বা সময় একদিন একটা গাধা ছিলো….
এখন সে দুরন্ত টগবগে ঘোড়া হয়েছে;
ছায়াপথের মায়া ছেড়ে সে এখন
আমার এই শহরে এসে আশ্রয় খুঁজে নিয়েছে!

তবুও আমি পিতলের মুদ্রার এপিঠ-ওপিঠ করি
ভাগ্যিস ভাগ্যের চাকা এখন যত্রতত্র ওড়ে
আর আমার বুভুক্ষু সময় কেবলই মাটি খুঁড়ে..!

এতোকিছুর পরেও
আমার হৃদয় ফুঁড়ে একটি কবিতার চারাগাছ
জন্ম নেয়; সেও জন্মান্তরে
পত্রিকার পাতার হাত ধরে বৈতরণী খুঁজতে চায়
আমি ছাড়া সবপাখিরা জানে
আমার সেই চারাগাছ বড় হতে চায়!
আমার সেই চারাগাছ আগাগোড়া জল চায়…!!

10 thoughts on “হারাধনের একটি চারাগাছ

  1. প্রকৃতির নিয়ম কিনা জানি না … তবে এমনটাই হয় কবি। শুভেচ্ছা জানবেন। :)

  2. জল না হলে তো তার অস্তিত্ব হুমকির সম্মুখীন । তাই জল চায় আরকি !!

মন্তব্য প্রধান বন্ধ আছে।