হারাধনের একটি চারাগাছ
আখাম্বা সময় একদিন একটা গাধা ছিলো….
এখন সে দুরন্ত টগবগে ঘোড়া হয়েছে;
ছায়াপথের মায়া ছেড়ে সে এখন
আমার এই শহরে এসে আশ্রয় খুঁজে নিয়েছে!
তবুও আমি পিতলের মুদ্রার এপিঠ-ওপিঠ করি
ভাগ্যিস ভাগ্যের চাকা এখন যত্রতত্র ওড়ে
আর আমার বুভুক্ষু সময় কেবলই মাটি খুঁড়ে..!
এতোকিছুর পরেও
আমার হৃদয় ফুঁড়ে একটি কবিতার চারাগাছ
জন্ম নেয়; সেও জন্মান্তরে
পত্রিকার পাতার হাত ধরে বৈতরণী খুঁজতে চায়
আমি ছাড়া সবপাখিরা জানে
আমার সেই চারাগাছ বড় হতে চায়!
আমার সেই চারাগাছ আগাগোড়া জল চায়…!!
প্রকৃতির নিয়ম কিনা জানি না … তবে এমনটাই হয় কবি। শুভেচ্ছা জানবেন।
আন্তরিক ধন্যবাদ
জল না হলে তো তার অস্তিত্ব হুমকির সম্মুখীন । তাই জল চায় আরকি !!
আন্তরিক ধন্যবাদ
চাওয়ায় তো সময় চলে যায়।
আন্তরিক ধন্যবাদ
মুগ্ধতা।
আন্তরিক ধন্যবাদ
আন্তরিক ধন্যবাদ