বিবিধ কাম আর প্রেমের গল্প

কড়কড়ে রোদের সাথে আচানক ঝুপঝাপ বৃষ্টির
ঘাত, প্রতিঘাত, সংঘাত চলছে তো চলছেই….
এ যেনো এক প্রাগৈতিহাসিক ইঁদুর মারার গল্প!

অথচ কে জানে না
জান থাকলে…… তবেই না জাহান!

মাঝেমাঝে বিবিধ কাম আর নানাবিধ প্রেম-অপ্রেম
আমাকেও আচ্ছন্ন করে…..
মেঘাচ্ছন্ন
মোহাচ্ছন্ন
বেদনাচ্ছন্ন!

তবুও জাতের হিসেব বড়ো কুটিল, বড়ো জটিল…
অজাত
কুজাত
বেজাত
আমলে না নিলে আসমুদ্রহিমাচলও কিছুই না….
আর আমলে নিলে
ভাংগা খাটের তলাও দৈবাৎ সাক্ষাৎ আগরতলা!

5 thoughts on “বিবিধ কাম আর প্রেমের গল্প

  1. "জাতের হিসেব বড়ো কুটিল, বড়ো জটিল…
    আমলে না নিলে আসমুদ্রহিমাচলও কিছুই না….
    আর আমলে নিলে ভাংগা খাটের তলাও দৈবাৎ সাক্ষাৎ আগরতলা!" https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. অন্ধত্ব আর কুশিক্ষার আলোয় বেড়ে ওঠা ভাব ভাবনার যেনো এক প্রাগৈতিহাসিক ইঁদুর মারার গল্প।

মন্তব্য প্রধান বন্ধ আছে।