ইদানিং মন আর মননের পার্থক্য বুঝিনা
মাটিতে না আকাশে…..
কোথায় পা ফেলছি — তাও বুঝতে পারিনা!
অচেনা কিছু শব্দেরা দৈবাৎ আমার হয়
চিরচেনা পংক্তিগুলো যেনো আজকাল
আমার নয়!
সাপের পাঁচ পা
ব্যাঙের সর্দি………মাঝেমাঝে ওরাই কেবল
শাপেবর হয়!
তবুও আমি নাছোড় বাগবিধির কথা ভাবি
একবার পোড়ামন মননে জমা দিই
আরেকবার ছেঁড়ামননে মন চালান দিই
তখন আর ওরা কেউ আমার কথা ভাবে না…!!
তাহলে কি আমিও শেষপ্রশ্নটি উচ্ছিষ্টের মতো
ভালোবাসার চোরাকুঠুরীতে জমা দেবো?
নাকি নিজেকে চেনার মিশনে আরও কিছুটা
নাবালক সময় মহাকালের থেকে ধার নেবো?
এক বাক্যে অসাধারণ কিছু শিরোনাম আপনার লিখায় দেখতে পাই। কঠিন সব প্রশ্নের উত্তর আমার কাছে না থাকলেও কবিতার আঙ্গিক আমার ভালো লেগেছে। ধন্যবাদ।
অচেনা কিছু শব্দেরা দৈবাৎ আমার হয় চমৎকার
সুন্দর কবিতা প্রিয় কবিজন। ভালোবাসা।
প্রশ্ন কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি দা। ধন্যবাদ।
সুন্দর কবিতা।