কতোদিন অকর্মা যায়, কতোরাতও শেয়াল,
কুকুরে মিলেমিশে গিলে খায়….
সে আর আসে না!
অথচ জলের পিঁড়িটা অনেকদিন হয় খালি যায়
তবে কি সেও….
দামের উনুনে চড়ে জল থেকে দুইবিঘত
উপরে ঘুমায়?
তবুও যার আসার কথা আসন্ন এই আষাঢ়ে….
সে আর আসেনা!
কম করে হলেও আমি তার অপেক্ষায় আছি
হাজার খানেক দুর্বৃত্ত প্রহর;
সেকি তবে ভুলে গেছে আমার মতো কোনো
একটি নগদ অথবা বাকি চটজলদি জলের শহর?
আগেকার দিনে আর কেউ আসুক, না আসুক……
পাওয়া যেতো সিঁথিপথে কিছু উকুন,
তবে কি ওরাই এখন প্লাস্টিক সার্জারির বদান্যতায়
নতুন নাম পরিগ্রহ করে অধুনার শকুন….??
আপনার কবিতার সৌন্দর্যই স্বতন্ত্র। অভিনন্দন কবি জসীম ভাই।
এগজাক্টলি। কবিতায় অভিনন্দন শুভকামনা প্রিয় কবি। শুভ সকাল।
দারুণ প্রিয় কবি দা।
তবে কি সেও….
দামের উনুনে চড়ে জল থেকে দুইবিঘত
উপরে ঘুমায়?
দারুণ উপমময় কবিতা কবি ভাই।
সুন্দর।