আঙুলের গিঁটে আকাশ গুনছি
পেছন থেকে শার্টের কলার টেনে ধরে আছে
আমার জ্যামের শহর
বরুণের চায়ের স্টলের ভিন্ন স্বাদ
হুডতোলা রিকশার রোজনামচা
সেইসাথে কদাচিৎ
দু’একটি শিরোনামহীন পাখির ডাক!
আমি সত্যি জানিনা
এদের সাথে আমার অথবা আমার সাথে
এদের সম্পর্কের কার্যকারণ!
তবু জীবনের নুক্যাম্পে এরাই আমার
নৈমিত্তিক সহচর!
আমি জানি সবকিছু থেকে পালিয়ে বাঁচা যায়
কেবল ভালোবাসা থেকে নয়!
অথচ সেই ভালোবাসার মর্যাদা আমার
কাছে এখন বেদুইন উড়ুক্কু পাখির মতোন!
যে হামেশাই আমার
আবার কখনো আমার নয়!!
জীবনের নুক্যাম্পে এরাও আমাদের নৈমিত্তিক সহচর! কবিতার সার্থকতা রয়েছে।
কবিতা আমাদের সহচর হয়ে থাক কবি জসীম উদ্দীন ভাই।
শুভেচ্ছা কবি ভাই।
ভালোবাসা প্রিয় কবি জসীম ভাই।
সুন্দর কবিতা প্রিয় কবি দা।
ভালো কবিতা।
কবি চোখের সামনে ঘটে যাওয়া দৃশ্য গুলোকেই কবিতায় তুলে ধরেছেন। ভাবনা আর চিন্তা শক্তির তারিফ করতেই হবে।
ভালোবাসার অন্যতম একটি ব্যাপার হচ্ছে বিশ্বাস।যে অন্যের বিশ্বাসকে মূল্যায়ন করতে পারে কেবল সেই ভালোবাসা পাওয়ার যোগ্য।