আপোষহীন

আপোষহীন

আবারও আমার দু’হাত কবিতার হাত হোক
আমার পা মা পিঁপড়েদের মতো পিলপিল হাঁটুক
শুদ্ধ আর অশুদ্ধের মাঝে কোনো শব্দ নেই
শুভ আর অশুভের মাঝেও তিলার্ধ বর্ণ নেই
সত্য আর মিথ্যার মাঝামাঝিও কোনোকিছু নেই!

যেমন পরিচ্ছন্ন আকাশ আর পৃথিবীর মাঝখানে
আর কিছু নেই
তেমনি নৈতিক শুদ্ধাচারের কোনো বিকল্প নেই!

7 thoughts on “আপোষহীন

  1. শুভ আর অশুভের মাঝেও তিলার্ধ বর্ণ নেই
    সত্য আর মিথ্যার মাঝামাঝিও কোনোকিছু নেই! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. যেমন পরিচ্ছন্ন আকাশ আর পৃথিবীর মাঝখানে
    আর কিছু নেই
    তেমনি নৈতিক শুদ্ধাচারের কোনো বিকল্প নেই! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. চারদিক জুড়ে আজ অনৈতিকতার কদর। মানুষ ভালো মন্দ ভেদাভেদ ভুলে গেছে। 

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।