দুদিন আগেও ব্রহ্মপুত্রের চোখে উত্তাপ দেখেছি
লেলিহান আগুনের শিখার মতোন
অথচ আজ আর এসবের কিছুই নেই!
যেমন মৃতছিলো ব্রহ্মপুত্রের সরল গৈরিক বুক
দুমুঠো অন্নজলের অভাবে এখন সে হয়েছে সেই
কিছু নেতিয়ে পড়া ঘাস ছাড়া আর কিছুই নেই!!
২
আমরা যেনো কেমন হয়েছি রাত্রির মতো কালো
এরচেয়ে ব্রহ্মপুত্রের দু’পাড়ের বৃক্ষগুলো ঢের ভালো
তাদের অন্তরে আছে ভালোবাসার সুগভীর মুল
আমরা কেবল সবাই ছিঁড়তে চাই, অন্যজনের চুল!
৩
তবুও গদ্যে-পদ্যে আমাদের সবার ভালো থাকা চাই
নদীর মতো, বৃক্ষের মতোন বন্ধু কোথায় আছে ভাই?
5 thoughts on “বন্ধু”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ত্রি-ছত্রের কবিতা পঠন-উপযোগী হয়েছে প্রিয় কবি। অভিনন্দন জানবেন।
শুভেচ্ছা জানবেন
কবিতায় মুগ্ধতা কবি জসীম ভাই।
সুন্দর কবিতা পড়লাম কবি।
মানুষের উচিৎ গাছকে দেখে শেখা।