কতো জলজ্যান্ত নদী নারী হয়
বড়ো বড়ো পাহাড় চামচিকা হয়
কতো নগদ জল নাকাল হয়..!
অথচ আমি সেই আগের আমি
ভা ঙা কাঁচের মতো কমদামি!
কতো জলজ্যান্ত নদী নারী হয়
বড়ো বড়ো পাহাড় চামচিকা হয়
কতো নগদ জল নাকাল হয়..!
অথচ আমি সেই আগের আমি
ভা ঙা কাঁচের মতো কমদামি!
মন্তব্য প্রধান বন্ধ আছে।
এটাই হচ্ছে জীবন। সব মিলিয়ে ভালো থাকুন প্রিয় কবি।
বাহ বেশ বলেছেন। অল্প কথা অনেক বড় অর্থ।
ভালোবাসা কবি জসীম ভাই।
কি মন্তব্য কিছুই বুঝতে পারছি না।