তাঁর আসার আশায়

তাঁর আসার আশায় শব্দযট তৈরি হয়,
শত শত আলোকবর্ষ;
হাজারো ফিঙে সজনে ডালে করে হর্ষ…..
তবুও সে আসেনা যাদুর বাঁশি
আমি কচুরিপানার মতো হৃদয়ের উত্তাল
সমুদ্রে ভাসি….
তবুও আমি যে তাকে বড়ো ভালোবাসি!

সে থাকে দূরদেশ
তার আছে বহুরূপী ছদ্মবেশ….
আকাংখা, আসক্তি, যোগ্যতা;
আমার কোনোকিছু নেই পরাজিত সৈনিক
কেউ কিনে না, কিনতে চায় না এমনি দৈনিক!

তবুও রাত্রি যেমন কেটে যায় সংগোপন
তেমনি নিশিও বসে থাকে না….
ঘাসের মতোন আমিও অপেক্ষায় থাকি
শিশিরের মতো কেউ আমাকেও করুক আপন!

6 thoughts on “তাঁর আসার আশায়

  1. ঘাসের মতোন আমিও অপেক্ষায় থাকি
    শিশিরের মতো কেউ আমাকেও করুক আপন!
    ___ সময়ের এই প্রত্যাশা পূরণ হোক কবি মি. জসীম উদ্দীন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. সফল হোন কবি ভাই। নিরন্তর ভালোবাসা সবসময় কবি জসীম ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।