জীবনের কথা ভাবলেই লবণের কথারা আসে
তামাদি হওয়া কিছু শব্দও অলক্ষে থেকে মুক হাসে
এই জাতীয় হাসিকে আমি বিগাইড়া হাসি বলি…
তবুও হাত এবং অজুহাত মেপে মেপে পথ চলি!!
মহামহিম রাজাধিরাজ মুচকি মুচকি হাসেন
তবুও আমি জানি তিনি আমায় বড্ড ভালোবাসেন
দুই নাসারন্ধ্রের মাঝখানে সুউচ্চ পাহাড় ঘুমায়
তবুও আমার কাংখিত কিছু শব্দাবলী এখন কোমায়!
তবুও আমি চাই আশায় আর ভালোবাসায়…
মহাসমুদ্র বেঁচে থাক
ভালোবাসার অবিবারিত সবুজ ছাতা সবার মাথার
উপরে সবসময় শোভা পাক।।
সৃজনী লেখা।
আন্তরিক কৃতজ্ঞতা
অনেক অনেক শুভেচ্ছা কবি মি. জসীম উদ্দীন মুহম্মদ।
আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ভাইয়া
ভালো লাগলো্
আন্তরিক কৃতজ্ঞতা জানবেন