কুসুম .. এখন আর জানতে ইচ্ছে করে না তুমি কেমন আছো? অন্য সবকিছুর মতোন হয়ত ভালো থাকার সংজ্ঞারাও এখন জীবন থেকে পালিয়ে বাঁচতে চায়; পালিয়ে বাঁচতে চায় কিতাবী কথা, বিষবৃক্ষের ভেতরে লুকিয়ে থাকা সকল ব্যথা! তবুও এই রোদ এই বৃষ্টির ভেতর লুকোনো কষ্টদের প্রবৃদ্ধি একেবারেই আলাদা, আলাদা!
জানো কুসুম… দিনদুপুরে কষ্ট লুকানো কতোটা কঠিন?
বাতাসের বেড়া ভেঙে ভেঙে প্রতিদিন কতো পাখি উড়ে
আকাশের শামিয়ানা ছিঁড়ে ছিঁড়ে কতো না বৃষ্টি ঝরে
তবুও এখন কষ্ট লুকানো যেনো আমার প্রতিদিনের রুটিন!
জানো কুসুম….
কিছু কষ্ট কে তুলোর পেঁজার মতোন উড়িয়ে উড়িয়ে নিতে চাই বহুদুর
নিয়ে যেতে চাই রুপকথার মতো তেরনদী, সাতসমুদ্দুর
কিন্তু কষ্টেরা কিছুতেই কোনোকিছু আমলে নেয় না… নিতে চায় না; সমুদ্রের ফেনার মতোন ওরাও যেনো বারবার ফিরে ফিরে আসা সিঁধেল চোর
ঠিক ঠিক এসে হাজির হয় অদ্ভুত ডানকানা ভোর!
আরও কিছু স্টক কষ্ট আছে আসমানের… নীল
ওরাও কি কোনো একদিন হতে পারে না গাঙচিল?
তবুও নি:শব্দে হৃদয়ের কপাট রেখেছি কতোদিন খুলে
বলতে পারো কুসুম…
তবুও আজব কষ্টেরা কেনো আমাকে যায় না ভুলে..?
আচ্ছা কুসুম…
তোমার কি মনে আছে ডাকসই, ডাংগুলি, বউচি খেলার দিন?
জানো.. এখনো ওরা হররোজ তাড়া করে আমায়….
ওরা কেবলই বাড়িয়ে নিতে চায় সেইসব সূর্যমনের ঋণ?
তবুও বলা চলে আমি বেশ আছি.. নিয়ত লাঞ্চনা আর
গঞ্জনা, আজ একটি বদনা কিনতে ভুলে গিয়েছিলাম বলে সেকি উত্তাপ…!
উত্তাল সাগরের তুমুল গর্জন আর সেকি বেরহম ঢেউ
আমি তো বাক, অবাক, হতবাক হয়ে দেখি আমার সংগে নাই আর কেউ;
আমি জানি, আমার টুনটুনি মনে নেই কোনো পাপ
বলতে পারো কুসুম….
তবুও কোনো বারবার ফিরে আসে পরিতাপ, সন্তাপ, মনস্তাপ?
জানো, আমার কেবলই মনে হয়.. এ কেমন জীবন?
এ কেমন সুখের উল্লম্ফন…? তবুও…..
আমি চাই আমার কষ্টেরা খুউব খুউব সুখে থাকুক
মৌসুমী বায়ুর মতো হাতড়াতে হাতড়াতে হলেও সুখে বাঁচুক…
আমি না হয় তোমার স্মৃতির পাঁজরে বুঁদ হয়ে থাকবো
আমি না হয় তৃষ্ণার্ত চাতকের মতো প্রতিনিয়ত কষ্টের নীলছবি আঁকবো!!
মৌসুমী বায়ুর মতো হাতড়াতে হাতড়াতে হলেও সুখে বাঁচুক…
আমি না হয় তোমার স্মৃতির পাঁজরে বুঁদ হয়ে থাকবো
আমি না হয় তৃষ্ণার্ত চাতকের মতো প্রতিনিয়ত কষ্টের নীলছবি আঁকবো!!
আন্তরিক কৃতজ্ঞতা ভাইয়া
কুসুম আজও দোষ ভাবে না
এতটুকু ভুল মনে করে না
কুসুম ভাল থাক ———————–
আন্তরিক ধন্যবাদ
দারুণভাবে লিখেছেন, ভালো লাগলো।
আন্তরিক ধন্যবাদ
লিখা মন দিয়ে পড়লাম। পর পর দুই বার।
ভালো লেগেছে।
আন্তরিক ধন্যবাদ ভাই
“জানো, আমার কেবলই মনে হয়.. এ কেমন জীবন?
এ কেমন সুখের উল্লম্ফন…? তবুও…..
আমি চাই আমার কষ্টেরা খুউব খুউব সুখে থাকুক
মৌসুমী বায়ুর মতো হাতড়াতে হাতড়াতে হলেও সুখে বাঁচুক…”
আপনার কবিতার মতো আমারও ভাবনা। জয় হোক আপনার। আমার কষ্টরা সুখেই থাকুক।
আন্তরিক ধন্যবাদ দাদাভাই
কুসুম কুসুম পুতু পুতু কবিতা।
জানো কুসুম… দিনদুপুরে কষ্ট লুকানো কতোটা কঠিন?
বাতাসের বেড়া ভেঙে ভেঙে প্রতিদিন কতো পাখি উড়ে
আকাশের শামিয়ানা ছিঁড়ে ছিঁড়ে কতো না বৃষ্টি ঝরে
তবুও এখন কষ্ট লুকানো যেনো আমার প্রতিদিনের রুটিন!৷
যত্তসব কবির প্রলাপ। এসব ছেড়ে মানুষ হন। কষ্ট ঝেড়ে সাৃমনে আগান। অতীত আকড়ে থেকে কি লাভ?
একদম রাইট। কিছু টিপস দিলে কৃতার্থ হই