সবকিছু শাপে বর হোক

জুয়ারি আর খোয়ারি সবকিছু নিয়েই পুতুল খেলে
সে পুরুষ হোক অথবা হোক নারী
পেশা অথবা নেশা যাই বলি না কেন সম্পত্তি নিয়েই
ওদের যত কাড়াকাড়ি; আমি চাই..
প্রবৃদ্ধির সাথে প্রশস্ত বোধের দালান তৈরি হউক,
দিনান্তে সবার জন্য সবকিছু শাপে বর হউক…!!

কেউ কেউ ডিমে তা দেওয়ার মতো সম্পত্তিতেও
তা দেয়; ফকির, মিসকিন প্রার্থী হলে মুরগির মতো
খকখক করে..পৃথিবীর সবকিছু যেন কেবলই তার
একার; যা কিছু আছে ভোগ করার, যা কিছু আছে
দেখার.. এসব কিছুই যেন কেবলই তার একার..
আমি চাই সর্বাগ্রে সার্বজনীন হউক সকল অধিকার!

এই রাত যতই প্রলম্বিত হোক, একদিন তারও
আছে অবশেষ; অন্ধকার যতই ঘনায়মান হোক না কেন,
তাতে একদিন না একদিন ঘটবেই দিনের প্রবেশ;
হোঁচট খেয়েছ–তাতে কী?
হতে পারে এতেই তোমার কল্যাণ ঘুমিয়ে আছে..
সাহস সঞ্চয় করে বীরদর্পে উঠে দাঁড়ানো হউক
আমি কেবল চাই…
দিন শেষে সবকিছু সবার জন্য শাপে বর হউক. হউক!

8 thoughts on “সবকিছু শাপে বর হোক

  1. আমরাও চাই..
    প্রবৃদ্ধির সাথে প্রশস্ত বোধের দালান তৈরি হউক,
    দিনান্তে সবার জন্য সবকিছু শাপে বর হউক…!! ___ সুন্দর কবিতা উপহার কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. সবকিছু শাপে বর হোক। আপনার লেখার জয় হোক। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা।         

মন্তব্য প্রধান বন্ধ আছে।