কে জানে না…
আমরা এক পা, দুই পা করে কোথায় চলেছি!
একসন্ধ্যা অথবা এক সকাল সর্দি-জ্বর-কাশি হলেই
দাম্ভিক পা দুটো অকস্মাৎ থেমে যায়; অথচ
একটু আগেও যে পায়ের পদভারে পৃথিবীর মাটি
কাঁপতো, বাতাস কেটে কেটে শৌর্য ও বীর্যের বিকাশ
ঘটতো
এখন মনে হচ্ছে সেই পা দুটি নাই!
অতঃপর এইস, লোরাটিন, বড়জোর কয়েকদিন এন্টিবায়োটিক চলবে
এরপর আবার পায়ের আওয়াজে আকাশ কাঁপবে
পাতাল কাঁপবে
কেবল বোধোদয় হবে না!!
2 thoughts on “বোধোদয়”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আবার পায়ের আওয়াজে আকাশ কাঁপবে
পাতাল কাঁপবে
কেবল বোধোদয় হবে না!!
আন্তরিক কৃতজ্ঞতা