মানুষ ভাবে এক, হয় দুই, তিন, চার পাঁচ, ছয়, সাত
কেউ আর অপেক্ষা করে না আটকোরা প্রভাত
কেবল ভোলা পাগলা একাই
ঘুমিয়ে ঘুমিয়ে চেঁচায়…. জয় দ্বিতীয় পৃথিবীর জয়!
একদা কনিষ্ঠা আঙ্গুলি থেকে জন্ম হয়েছে যে রাত
সে এখন দিব্যি তর্জনী, মধ্যমা থেকে শাহাদাৎ!
গাড়োয়ান জানে না, কোথায় তার সাধের পঙ্খিরাজ
ধুমা তালে কেবল টাক মাথায় বাজ পড়ে বাজ
তবুও ভোলা পাগলা সাঁয়বাজ থেকে হয় ধড়িবাজ
এবারে চেল্লায় গাড়োয়ান..
তোরা এনে দে… এনে দে আমার সাধের পঙ্খিরাজ!
চিত্রনাট্যের ফরম্যাটে অন্য আর কেউ নেই
গাত্রদাহে কেউ শোনে না কারো গোপন আওয়াজ!
অনেক ভালো লেগেছে। উপমা, শব্দের ব্যবহারে মুগ্ধ হয়েছি। শুভকামনা।
এনে দে আমার সাধের পঙ্খিরাজ!
চিত্রনাট্যের ফরম্যাটে অন্য আর কেউ নেই
গাত্রদাহে কেউ শোনে না কারো গোপন আওয়াজ!
অসামান্য উপস্থাপন , ভালো লাগলো ।