পৃথিবী এখনো একাই লড়ছে

269740

আষাঢ়ের প্রথম কবিতাটা কার্নিশে ঝুলে আছে
তার মাধবী মনে প্রশ্নের পর প্রশ্নের ক্রোধানল;
কাপুরুষ কবি তবুও নিরুত্তর… তিনি ভেবেছিলেন
রক্ত, মাংশ, হাড়ের মতো কবিতাও তার দেবোত্তর!

আসলে পৃথিবী এখনো একাই লড়ছে……
উন্নত-ইতর প্রাণিরা সবাই যে যার মতো ছুটছে
মাঝে মাঝে কিছু দাঁড়ি, কমা, কোলনে কেউ কেউ
সাময়িক হোঁচট খায়; অতঃপর তথাস্তু…
যে যার মতো ব্যস্ত থাকে এই রুপের পানশালায়!

ছা-পোষা কবিও কবিতার মতো দিনশেষে একা
তবুও চালিয়ে যায় ফুল কুড়ানি কুসুমের মতো
অকালকুষ্মাণ্ড পতিত কিছু শব্দের চাষ;
তবে কি কবির মতো এমনি করেই কেটে যাবে
এই ধর্ষিতা পৃথিবীর দৈনিক হিসাবের বারোমাস?

1 thought on “পৃথিবী এখনো একাই লড়ছে

  1. তবে কি কবির মতো এমনি করেই কেটে যাবে
    এই ধর্ষিতা পৃথিবীর দৈনিক হিসাবের বারোমাস? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।